স্বল্প
বিনিয়োগে

আন্তর্জাতিক মানের গল্ফ রিসোর্টের অংশীদার হোন

Abakash

About Us

এটি একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সম্পন্ন রিসোর্ট এবং হাউজিং প্রকল্প। নোয়াপাড়া, কালীগঞ্জ, গাজীপুরে অবস্থিত আমাদের এই রিসোর্ট। আমরা রিসোর্টের ভিতরে সীমিত কিছু প্লট ও রিসোর্টের শেয়ার বিক্রি করছি। মানুষ তাঁর দৈনন্দিন জীবনের মাঝে হৈচৈ,কোলাহল ও নগরীর কৃত্রিমতা মুক্ত প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে প্রিয়জন, আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে কিছুটা সময় স্বস্তি ও শান্তিতে অতিবাহিত করতে চায়। আর এ’জন্য তাঁরা বেছে নেন বিভিন্ন রিসোর্ট বা বিনোদন কেন্দ্র। কিন্তু রিসোর্ট বা বিনোদন কেন্দ্র গুলো এতোটাই ব্যয়বহুল যে সেখানে ২/৩ দিনের বেশি ব্যয়ভার বহন করা অত্যন্ত দুস্কর হয়ে পড়ে। তবে রিসোর্ট, বিনোদন কেন্দ্র এবং অন্যান্য নাগরিক সুবিধা সহ আধুনিকতার উৎকর্ষ শিখরে অবস্থান করার মতো যদি কোন নির্দিষ্ট স্থানে এক খন্ড জমির মালিকানা সহ নিজস্ব কটেজ/বাড়ি থাকে তা’হলে ব্যাপারটা কতই না আনন্দদায়ক, সাশ্রয়ী ও উপভোগ্য হতো! এমন সব ভাবনাকে মাথায় রেখেই “অবকাশ গল্ফ রিসোর্ট এন্ড সিটি”এগিয়ে এলো আপনাদের সমস্ত ইচ্ছেগুলোকে প্রাধান্য দিতে এবং সকলের স্বপ্ন বাস্তবায়ন করতে।

স্বল্প বিনিয়োগে অবকাশ গল্ফ রিসোর্ট এন্ড সিটি’র অংশীদার হওয়ার সুবর্ণ সুযোগঃ এই সুবর্ণ সুযোগে যা কিছু থাকছে-

১। রেজিষ্টার্ড দলিল মূলে রিসোর্টের অংশীদার হওয়ার সুযোগ।
২। নগদ/কিস্তিতে মূল্য প্রদানের সুযোগ।
৩। বছরে ২০-২৫ হাজার টাকা মুনাফা লাভের সূযোগ।
৪। বছরে ৩ দিন ৩ রাত বিনা ভাড়ায় রিসোর্টে অবকাশ যাপনের সুযোগ।
৫। বছরে অন্যান্য সময় রুম ভাড়ার উপর ৫০% ছাড়।
৬। ফুড এন্ড বেভারেজের উপর ২০% ছাড়।
৭। রিসোর্টের অন্যান্য সুযোগ-সুবিধা (জিম, ওয়াটার পার্ক, সুইমিংপুল, গল্ফ কোর্ট, স্পা ইত্যাদি)উপভোগে ৫০% ছাড় ।
৮। রিসোর্টের বিভিন্ন সেবা ও পণ্য বিক্রির মাধ্যমে নিয়মিত বাড়তি আয়ের সূযোগ।
৯। রিসোর্টের সদস্য হিসেবে গ্রুপ ইন্স্যুরেন্সের মাধ্যমে স্বাস্থ্য সুবিধা অর্জন।
১০। সামাজিক সুনাম ও পদমর্যাদা বৃদ্ধি।
১১। সময়ের সাথে সাথে সম্পদের মুনাফা বৃদ্ধির সুনিশ্চিত সম্ভাবনা। ১২। আজীবন সুদমুক্ত হালাল উপার্জনের সুযোগ।
১৩। ভবিষ্যতে “অবকাশ ক্লাব” গঠন করা হলে ক্লাবের মেম্বার হওয়ার নিশ্চিত অগ্রাধিকার পাবেন।

Expert People

Dedicated Management Team

Our dedicated team members are always ready help you to build the city

Expert People

Our Advisor

Our dedicated team members are always ready help you to build the city

Md Nurul Alam

Lieutenant Colonel Advisor

Md. Saiful Haque Kongkon

ESL TRAINER Advisor

Syedur Rahman Ranu

President, British Bangladesh Chamber of Commerce & Industry Advisor

Bodiuz Zaman

Advisor